মনে করো এই তার হাত
এই তার ওষ্ঠ
এই তার গাছ
এই তার বিষ্ঠা
তুমি যা কিছু চাও নিতে পারো
যা থাকবে তাই থাকবে আমার ।
যদি হাত নাও, তবে অনেক কাজ তোমার করে দিতে পারে
অথবা পচে গলে এক বিচ্ছিরি কাণ্ড - তাও হতে পারে ।
যদি ওষ্ঠ নাও তবে অসংখ্য চুমু খেতে পারো
খেতে গিয়ে একেবারে খেয়েই ফেলতে পারো
নিজেরই অজান্তে, ঠোট শুধু, মাথা তো নাই ।
তার গাছ নিতে পারো
অনেক পাতা তাতে, অনেক ছায়া তাতে, অনেক শান্তি ।
তবে পাতা ঝড়ে পড়ে তোমার মন
অন্ধকার করে ফেলতে পারে ।
তুমি বিষ্ঠা নিতে পারো, তোমার গাছের গোঁড়ায় দিলে
গাছে পাতা গজাবে । তবে, তার বিষ্ঠায় বড় বাজে গন্ধ
দম বন্ধ হলে ফিরে আসতে নাও পারে ।
তুমি যা খুশি নিতে পারো,
যা থাকবে তাই থাকবে আমার ।
0 Comments